Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ

 

বাংলাদেশের মূল ভূখন্ড থেকে বিছিন্ন সন্দ্বীপ উপজেলার মেঘনার মোহনায় গড়ে উঠা সন্দ্বীপের দক্ষিনে অবস্থিত একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মাইটভাঙ্গা ইউনিয়ন। এই ইউনিয়নের নয় টি ওয়ার্ড ও পাঁচ টি গ্রাম। এই ইউনিয়নে রয়েছে কলেজ, উচ্ছ বিদ্যালয়,সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, সরকারী শিশু পরিবার, নারী ও শিশু হেপাজত খানা,এই ইউনিয়নের প্রায় ৫৭% লোক শিক্ষিত । কাল পরিক্রমায় আজ মাইটভাঙ্গা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ১৫নং মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩৫,০৭০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ০৫ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সাইকেল/বাইসাইকেল/রিক্সা/অটোরিক্সা।

জ) শিক্ষার হার – ৪৭%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ১টি। কলেজ- ১টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মিজানুর রহমান মিজান

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ০১/০৬/২০০৭ইং।

ড) নব গঠিত ইউনিয়ন পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৬/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             ওয়াহেদপুর          নারায়নপুর               আবদুল্লাপুর

             জিন্নতপুর            শিবনগর                 কানিবিল

             টানচারা             বুড়ির পাড়               সৈয়দপুর

             নোয়াকান্দি          পুটিয়াপাড়া               রাজাপুর  

             হাদিপুর              মাছুয়া বাদ               খালপাড়

             সুবিল                পশ্চিম পোমকাড়া        রাঘবপুর

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সরকারি সচিব – ১ জন, অতিরিক্ত সচিব- ১ জন। ৩) ইউ আই এস সি- ২জন উদ্ধোক্তা।

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।