চট্টগ্রাম থেকে ও উপজেলা সদর থেকে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-
ক) উপজেলা সদর থেকে শিবের হাট পর্যন্ত - সিএনজিতে- ৮০-৯০/- (জনপ্রতি)।
খ) এনাম নাহার মোড় থেকে মাইটভাঙ্গা ও শিবের হাট পর্যন্ত - সিএনজিতে - ৪০-৫০/- (জনপ্রতি), রিক্সাযোগে- ৮০-১০০/- (জনপ্রতি)।
গ) চট্টগ্রাম থেকে সন্দ্বীপ হয়ে মাইটভাঙ্গা ইউনিয়নে বিভিন্ন মাধ্যামঃ- ১/ চট্টগ্রাম ইষ্টিমার ঘাট থেকে ইষ্টিমার যোগে সন্দ্বীপ ইষ্টিমার ঘাট নেমে ইষ্টিমার ঘাট থেকে অটোরিক্সা যোগে মাইটভাঙ্গা, শিবের হাট ও চৌধুরী বাজার পর্যন্ত - ৮০-৯০-১২০/- (জনপ্রতি)। ২/ চট্টগ্রাম কুমিরা ঘাট থেকে মালের বোড বা সারভিস যোগে সন্দ্বীপ গুপ্তছাড়া ঘাট নেমে গুপ্তছাড়া ঘাট থেকে অটোরিক্সা যোগে মাইটভাঙ্গা, শিবের হাট ও চৌধুরী বাজার পর্যন্ত - ৭০-৮০-১১০/- (জনপ্রতি)। ৩/ চট্টগ্রাম টবাগো ঘাট থেকে লঞ্চ যোগে সন্দ্বীপ ছোঁয়াখালি ঘাট নেমে ছোঁয়াখালি ঘাট থেকে অটোরিক্সা যোগে মাইটভাঙ্গা, শিবের হাট ও চৌধুরী বাজার পর্যন্ত - ৮০-৭০-১০০/- (জনপ্রতি), রিক্সা - ১২০/-(জনপ্রতি)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস